dadasaheb phalke and awardEntertainment Others 

২০২১সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সেরা হলেন দীপিকা ও অক্ষয়। মরণোত্তর পুরস্কার পেলেন সুশান্ত। ২০২১সালের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে। সূত্রের খবর,এবারের এই পুরস্কারের নতুন সংযোজন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের নানা ছবি ও সিরিজ। উল্লেখ করা যায়,গত বছর করোনা আবহে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর “ছপাক”ছবির জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। এই ছবির অন্যতম প্রযোজকও তিনি। অন্যদিকে ওটিটি সিরিজ “আর্যা-র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন সুস্মিতা সেন।

পাশাপাশি সেরা অভিনেতা হয়েছেন “লক্ষী”ছবির জন্য অক্ষয় কুমার। আবার সমালোচকদের চোখে সেরা অভিনেতা নির্বাচিত হলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। উল্লেখ্য,সুশান্ত অভিনীত শেষ ছবি “দিল বেচারা” ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। “ছপাক” ছবির জন্য সেরা পুরস্কার পান বিক্রান্ত মাসে। সেরা পরিচালক হয়েছেন অনুরাগ বসু তাঁর “লুডো” ছবির জন্য। আবার ববি দেওল ওয়েব সিরিজ “আশ্রম”-র জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। এছাড়া সেরা ছবি “তানাজি”। সেরা আন্তর্জাতিক ছবি নির্বাচিত “প্যারাসাইট “।

Related posts

Leave a Comment