DengueHealth Others 

ডেঙ্গি প্রতিরোধেও সতর্ক থাকার বার্তা নগরোন্নয়নমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডেঙ্গি প্রতিরোধেও রাজ্যের পুরসভাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বিপর্যস্ত পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি ডেঙ্গি নিয়েও সতর্কতার বার্তা দেওয়া হল। সূত্রের খবর, বিধাননগরের নগরায়ণ ভবনে রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কলকাতার মেয়র। পাশাপাশি তিনি জলের ব্যবহার নিয়েও পুরসভাগুলিকে সতর্ক করেছেন। নগরোন্নয়নমন্ত্রী আরও জানালেন, সংক্রমণ এড়াতে বারবার হাত ধোয়া ও স্নান করা বেড়েছে। জলের অপচয় যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এমনিতেই এখন গরম। তার উপরে জলের সঙ্কট দেখা দিলে আরও অসুবিধা হবে।

Related posts

Leave a Comment