modi and mamata 2Others Politics 

ভোট প্রচার তুঙ্গে মেদিনীপুরে:পূর্বে মমতা -পশ্চিমে মোদি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শনিবারের ভোট প্রচার তুঙ্গে। সরগরম মেদিনীপুর জুড়েই। লড়াইয়ের ময়দানে টক্কর মোদি-মমতা ও অভিষেকের। মেদিনীপুর রাজনৈতিক সভা ঘিরে উত্তাল। ভোটের বাজার সরগরম ৷ বেড়েছে গরমের উত্তাপ। বাংলা বিধানসভা ভোটের উত্তাপও ছড়িয়ে পড়েছে। বিজেপি-তৃণমূলের লড়াইয়ে সরগরম বাংলার ভোটযুদ্ধ। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দু-পক্ষ ৷ মেদিনীপুরে একদিকে মোদি অন্যদিকে তৃণমূল নেত্রীর সভা। ভোটের উন্মাদনা ব্যাপক মাত্রায় ৷ সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ শনিবারে সবার নজর মেদিনীপুরের দিকেই ৷

আজ পূর্ব মেদিনীপুর জেলায় পরপর সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ হলদিয়ায় সভা রয়েছে ৷ এরপর খেজুরিতেও রয়েছে সভা ৷ বিকালে পাঁশকুড়ায় সভা রয়েছে মমতার ৷ ভোটপ্রচারে আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিজেপির মুখ হিসেবে তিনিই বারবার আসছেন বাংলায়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের বিএনআর ময়দানে সভা রয়েছে মোদির ৷ পূর্বে মমতা পশ্চিমে মোদি ৷ পূর্ব মেদিনীপুরে মোট ৩টি সভা রয়েছে তৃণমূল নেত্রীর। হুইলচেয়ারে বসেই চলবে তাঁর প্রচার ৷ পিছিয়ে নেই নরেন্দ্র মোদিও। বাংলায় পর পর এসে তিনি বার্তা দিতে চাইছেন- ” বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী” ৷

মমতার প্রচারে বাড়তি নজর শুভেন্দুর জেলাতে। নন্দীগ্রাম থেকে প্রার্থী দুই হেভিওয়েট। শুভেন্দু অধিকারীর শক্তঘাঁটি বলে “পরিচিত” জায়গায় প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূলও। পূর্ব মেদিনীপুরে পরপর সভা মমতার ৷ উল্লেখ্য,গতকাল তিনি সভা করেন এগরা,পটাশপুর ও তমলুকে ৷ আজ হলদিয়া, খেজুরি ও পাঁশকুড়ায় সভা। আগামিকাল রবিবার কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর ও নন্দকুমারে সভা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷এছাড়া তিনটি সভা রয়েছে দাসপুর, সবং ও ডেবরায়।

Related posts

Leave a Comment