Motera Stedium-1Others Sports 

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে কোহালিরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট অবশেষে ভারতে ফিরতে চলেছে। সূত্রের খবর, পরের বছর ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে বিরাট কোহালিরা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, আমদাবাদের মোতেরায় হবে ৫টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট। তার মধ্যে রয়েছে দিন-রাতের টেস্টও। করোনা আবহ থাকায় কেবলমাত্র ৩টি শহরে খেলা হবে। আমেদাবাদ, চেন্নাই ও পুণেতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে কলকাতায় কোনও ম্যাচ আয়োজিত হচ্ছে না। মোতেরা স্টেডিয়ামে দিন-রাতের টেস্ট ম্যাচ হবে বলে জানা যায়। ভারত-ইংল্যান্ড সূচি : টেস্ট- ৫-৯ ফেব্রুয়ারি, চেন্নাই। ১৩-১৭ ফেব্রুয়ারি, চেন্নাই। ২৪-২৮ ফেব্রুয়ারি দিন-রাতের ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদে। ৪-৮ মার্চ, আমেদাবাদ। টি-টোয়েন্টি – সব ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদে – ১২ মার্চ, ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ ও ২০ মার্চ। ওয়ান-ডে সব ম্যাচ পুণেতে হবে – ২৩ মার্চ, ২৬ মার্চ ও ২৮ মার্চ।

Related posts

Leave a Comment