man and futureEducation Lifestyle Others 

জীবনের প্রতি ক্ষেত্রই চ্যালেঞ্জ

শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণারও প্রয়োজন । সব সময় স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। জীবনে প্রতি ক্ষেত্রে থাকবে চ্যালেঞ্জ। তা সাহসের সঙ্গে মোকাবিলাও করতে হবে। জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে থাকবে লক্ষ্য। জীবনে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্য থেকে একচুলও সরে আসলে হবে না । অতি স্বাচ্ছন্দ্য ছেড়ে বেরিয়ে আসতে হবে। সাহসিকতার সঙ্গে চলার পথে এগিয়ে যেতে হবে। শিক্ষা ক্ষেত্র সঠিক পথে চললে কর্মক্ষেত্রেও সাফল্য আসতে বাধ্য। জীবনের আসল সাফল্যের চাবিকাঠি হল -প্রকৃত শিক্ষা।

শিক্ষা ও কর্মজীবনের পথে চলতে গেলে কয়েকটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে । চলার পথে অন্যদের পরামর্শ নেওয়াটা জরুরী। পরামর্শ সঠিক হলে তা মূল্যবান হতে পারে। সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতকে অগ্রাধিকার দিতে হবে। কারণ, নিজের মনই বলতে পারে জীবনের লক্ষ্যটা। নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে হবে। আর ভয়কে জয় করতে হবে। মনে রাখা জরুরী যে,ভয় মানুষের উন্নতির পথে প্রথম অন্তরায়। ভয়কে জয় করেই জীবনের লক্ষ্য পূরণ করে নিতে হবে। ব্যর্থতার ভয় থাকলে হবে না। সাহস নিয়ে এগিয়ে চললে সফলতা আসবেই। অধ্যবসায়েই শক্তি। সাফল্যের জন্য অধ্যবসায় অপরিহার্য,এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। অধ্যবসায় ও ধৈর্য জীবনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাফল্য অর্জনের ক্ষেত্রে স্থির লক্ষ্য নিয়ে বারবার চেষ্টা করে যেতে হবে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। সব সময় মনে রাখবেন, ভুল হওয়া মানে পরাজিত হওয়া নয়। প্রতিটি ভুল থেকে শেখার সুবর্ণ সুযোগ থাকে । ভুলগুলোকে শিক্ষায় পরিণত করে আরও দৃঢ়ভাবে সামনের দিকে চলুন। সাফল্যের শীর্ষে সহজে পৌঁছানোর জন্য ভুল থেকে শিক্ষা নেওয়া।

Related posts

Leave a Comment