বিধাননগরের পুরভোটে থাকছে নিরাপত্তা বলয়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১২ ফেব্রুয়ারি বিধাননগরের পুরভোট। আজ বিকেল ৫টায় শেষ হচ্ছে প্রচার। বিধাননগরের ২২টি জায়গায় নাকা তল্লাশি শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে আরও জানা যায়, বহিরাগতদের প্রবেশ রুখতে নজর থাকবে ভাঙড় সংলগ্ন রাজারহাট, নিউটাউন ও সল্টলেক লাগোয়া সংযুক্ত এলাকায়। নির্বাচনে থাকছে ৫২৩টি বুথ। প্রায় ৩ হাজার পুলিশ বাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছে বিধাননগর কমিশনারেট।

