ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত। এটি শেষ পর্যন্ত নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ৮ থেকে ১০ মে-র মধ্যে আবার সুন্দরবনে ঝড় আছড়ে পড়ার ইঙ্গিত। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার পূর্ব নির্ধারিত নাম হবে ‘অশনি’।শ্রীলঙ্কা এটির নামকরণ করেছে।
আবহাওয়া দফতর ও আবহাওয়া বিশেষজ্ঞদের মত,ঘূর্ণিঝড় সৃষ্ট হলে তার অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এক্ষেত্রে ঘূর্ণাবর্ত দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
এ বিষয়ে আরও বলা হয়েছে,পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের আকার নিয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। সর্বশেষ পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে নজর রেখেছেন আবহাওয়াবিদরা।

