আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে বলে খবর। তা নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এক্ষেত্রে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন,দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার কথা না জানালেও এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা একটা রয়েছে। তবে ঘূর্ণিঝড় হওয়ার অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে। এক্ষেত্রে আবহবিদদের বক্তব্য,সরাসরি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গেলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে সমুদ্রের মধ্যেই যখন তখন গতিপথ পরিবর্তন করতে পারে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

