employeesOthers 

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সু-খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সু-খবর আসতে চলেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারি বাড়তে চলেছে,এমনই খবর ৷ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলে বেড়ে যাবে ন্যূনতম বেতন, এমনই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এ বিষয়ে খসড়া তৈরি করা হবে ৷ কেন্দ্রীয় শ্রম সংগঠনগুলির পক্ষ থেকে এমনই ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেলে বেসিক স্যালারিতে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে ৷

সূত্রের আরও খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১ জুলাই ২০২২ থেকে নতুন ও বর্ধিত হারে ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ এআইসিপিআই-র সূচক অনুযায়ী ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকছে ৷ এক্ষেত্রে ৩৮ থেকে ৩৯ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কেন্দ্রীয় পেনশনভোগীদের বেতন ও পেনশন আকর্ষণীয় হারে বাড়ার সম্ভাবনা থাকছে।

উল্লেখ করা যায়, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারিত হয়ে থাকে ৷ ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক স্যালারিও বাড়বে ৷ সেই সূত্র অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে ৷

এ বিষয়ে আরও জানা যায়, বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্ট ২.৫৭ শতাংশ। এই হিসাব অনুযায়ী ন্যূনতম বেসিক স্যালারি ১৮ হাজার টাকা ৷ আবার সর্বাধিক বেসিক স্যালারি ৫৬,৯০০ টাকা ৷ স্পষ্ট করা হল -বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশন পে ব্যান্ড: পিবি ১ গ্রেড পে ১,৮০০, বর্তমানে এন্ট্রি পে : ৭,০০০ টাকা, সপ্তম বেতন কমিশনের অন্তর্গত ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগের এন্ট্রি পে ৭,০০০x৩ = ২১,০০০ টাকা ৷ (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment