বিজ্ঞপ্তি প্রকাশ : সরকারি কর্মীদের ভাতা ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অ্যাড হক বোনাস, অগ্রিম উৎসব ভাতা ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্সগ্রাশিয়া ঘোষণা করেছে। অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, যাঁদের মাসিক পেনশন সর্বাধিক ৩২ হাজার, তাঁরা এক্সগ্রাশিয়া বাবদ ২৭০০ টাকা পাবেন। আবার সরকারি কর্মীদের মধ্যে যাঁদের বেতন মাসে ৩৭ হাজার টাকার মধ্যে, তাঁরা ৪৮০০ টাকা করে এককালীন বোনাস পাবেন।
এ বিষয়ে আরও বলা হয়েছে, যাঁদের বেতন মাসে ৩৭ হাজার থেকে সর্বাধিক ৪৭ হাজার টাকা, তাঁরা উৎসব অগ্রিম হিসেবে সুদহীন ১৪ হাজার টাকা তুলতে পারবেন। এছাড়া সরকারি, সরকারি সংস্থা ছাড়াও সরকার অনুমোদিত সব সংস্থা, পুরসভা, পঞ্চায়েত, নিগম, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই সুবিধা পাবেন। আবার পারিবারিক পেনশনভোগীদেরও এই সুবিধা কার্যকর থাকবে। উল্লেখ করা যায়, ঈদ ও দুর্গাপুজোর পূর্বে বোনাস ও উৎসব অগ্রিমের সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার।

