হাসপাতালের নিরাপত্তায় আরও ৩২০০ রক্ষী নিযুক্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারি হাসপাতালের নিরাপত্তায় এবার আরও ৩২০০ রক্ষী। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের নিরাপত্তায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে বাছাই করে এই নিরাপত্তারক্ষী দেওয়ার প্রস্তুতি চলেছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ১ অক্টোবর থেকে ১ বছরের জন্য তাঁদের ওই কাজে নিযুক্ত করা হবে। সূত্রের আরও খবর, সরকারি নির্দেশনামায় স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে জানিয়েছে।
অন্যদিকে প্রশাসনিক সূত্রের খবর, কর্মরত ৩৪৪ জন অস্থায়ী কর্মীর কাজের মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, নতুন বিভিন্ন মেডিক্যাল কলেজ ও বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতাল চালুর পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আরও নিরাপত্তারক্ষীর প্রয়োজন রয়েছে। অন্যদিকে বিভিন্ন হাসপাতালে দামি যন্ত্রপাতি নজরদারির জন্য আরও নিরাপত্তারক্ষীর দরকার হচ্ছে। আবার হাসপাতাল চত্বরে অশান্তি থামানোর জন্য নিরাপত্তারক্ষীর প্রয়োজনীয়তা বেড়েছে।

