Kolkata High Court-6Others 

চাকরি ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশ বিশ্ববিদ্যালয়কে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাতিল চাকরি ফেরাতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, ডঃ বিশ্বরূপ সরকারকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার অব একজামিনেশন পদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নির্দেশ, আবার ওই পদে তাঁর চাকরিকে স্থায়ী বলে বিবেচনা করতে হবে। পাশাপাশি পাওনা বেতনও মেটাতে হবে। রায় হাতে পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে তাঁকে উপরোক্ত পদে যোগ দেওয়ানোর ব্যবস্থা বিশ্ববিদ্যালয়কেই করতে হবে। উল্লেখ্য, তফশিলি জাতির জন্য সংরক্ষিত ওই পদ থেকে তাঁকে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই সরানো হয় এই অভিযোগে মামলা দায়ের হয়।

মামলার বয়ান অনুযায়ী জানা গিয়েছে, ২০১৭ সালের ১ সেপ্টেম্বর তিনি ওই পদে যোগ দিয়েছিলেন। এ বিষয়ে আরও জানা যায়, ১ বছরের শিক্ষানবিশ পর্যায় শেষ হওয়ার পর কাজের মেয়াদ ৬ মাস বাড়ানো হয়। এক্ষেত্রে আরও জানা যায়, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পরীক্ষার দুটি প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেক্ষেত্রে তার জবাব দিলে তাঁকে এনকোয়ারি অফিসার-এর সামনে হাজির হতে বলা হয়েছিল। ওই দিনই তাঁকে ধরানো হয় চার্জশিট। তাঁকে এনকোয়ারি রিপোর্ট দেওয়া হয়নি বলে অভিযোগ।

সূত্রের আরও খবর, তদন্ত অনুযায়ী শুনানি মুলতুবি থাকাকালীন তাঁর কাজের মেয়াদ বেড়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার একদিন আগে সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা বাড়ানো হবে না। এক্ষেত্রে অভিযোগ ছিল, দায়িত্বে অবহেলা এবং কর্মক্ষেত্রে নিরুৎসাহী। আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মেনে নিয়েছে ডঃ সরকার। এর জবাবে তাঁর আইনজীবী চপলেশ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, অভিযোগ মেনেছেন ওই দপ্তরের এক সিনিয়র ক্লার্ক, তাঁর মক্কেল নন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ে কোনও তথ্য প্রমাণ দেওয়া হয়নি। তা সত্ত্বেও তাঁকে দায়িত্বজ্ঞানহীন ও নিরুৎসাহী বলে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment