ভারতের পরিষেবা ক্ষেত্র সঙ্কোচনের মুখোমুখি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরিষেবায় জোর ধাক্কা। আইএইচএস মার্কিট ইন্ডিয়ার সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। করোনা পরিস্থিতির আবহে দ্বিতীয় ধাক্কার ঢেউ আছড়ে পড়েছে দেশে-বিদেশে। এই অবস্থায় চাহিদা কমায় ভারতের পরিষেবা ক্ষেত্র সঙ্কোচনের মুখোমুখি পড়েছে বলে জানিয়েছে আইএইচএস মার্কিট ইন্ডিয়ার সমীক্ষা। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, মে মাসে তাদের সার্ভিসেস বিজনেস অ্যাক্টিভিটি ইন্ডেক্স দাঁড়িয়েছে ৪৬.৪। যা গত ৮ মাসে সর্বনিম্ন। এপ্রিল মাসে যা ছিল ৫৪।

