আয়কর রিটার্ন জমার নতুন সময়সীমা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল। সূত্রের খবর, গত অর্থবর্ষের (২০১৯-২০) আয়কর রিটার্ন জমার সময়সীমা শেষ হওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে ও করদাতাদের অনুরোধে তা আরও ১০ দিন বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থ মন্ত্রক সূত্রের খবর, ব্যক্তিগত করদাতাদের ক্ষেত্রে রিটার্ন জমার নতুন সময়সীমা আগামী ১০ জানুয়ারি করা হয়েছে। যাঁদের অ্যাকাউন্ট অডিট করাতে বা দেশে-বিদেশে বিভিন্ন লেনদেনের কথা জানাতে হয়, তাঁদের ক্ষেত্রে তা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

