Indian Rail-1Others 

রেলে রান্না খাবার ফের পরিবেশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রেলে আবারও রান্না খাবার। রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস ও গতিমান এক্সপ্রেস-সহ প্রথম সারির ট্রেনগুলিতে রান্না করা খাবার ফের পরিবেশন করা হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ভারতীয় রেল জানিয়েছে, এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই জারি হয়েছে। পূর্বের শর্ত ও নিয়ম মেনে রান্না হবে বেস কিচেন-এ। করোনা আবহ অনেকটাই স্বাভাবিক হওয়ার পর বিধি-নিষেধ শিথিল হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে ভারতীয় রেল।

Related posts

Leave a Comment