Jute IndustryOthers 

দুটি নতুন চটকল তৈরির পরিকল্পনা গ্লস্টারের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যে চটশিল্প কাঁচা পাটের অভাব-সহ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে। এই অবস্থার মধ্যে কলকাতার পাট সংস্থা গ্লস্টার দুটি নতুন চটকল তৈরির পরিকল্পনা গ্রহণ করতে চলেছে। এক্ষেত্রে জানানো হয়েছে, একটি পশ্চিমবঙ্গে, অন্যটি তেলেঙ্গানায়। মোট লগ্নির পরিমাণ ৬৩০ কোটি টাকা। গ্লস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে কারখানা গড়তে ৩০০ কোটি টাকা ঢালা হবে। বাকি ৩৩০ কোটি দক্ষিণের রাজ্যে।

এ বিষয়ে ওই সংস্থা দাবি করেছে, কাজ অনেকটাই এগিয়ে চলেছে। এ রাজ্যের নতুন চটকলটি চালু হলে কাজ পাবেন ২৫০০ জন। সংস্থা সূত্রে আরও দাবি করা হয়, দৈনিক ৯০ টন উৎপাদন ক্ষমতার ওই কারখানা তৈরি হবে হাওড়ায় গ্লস্টারের বর্তমান দুটি কারখানার কাছে। উল্লেখ্য, আগামী বছরের ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে চালু হওয়ার কথা। তেলেঙ্গানার চটকলটি ২০২৩ সালে খোলা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। যার উৎপাদন ক্ষমতা দিনে ১২০ টন। চটকল দুটি তৈরির পর সংস্থার আয় বাড়বে ১৫০ শতাংশেরও বেশি।

Related posts

Leave a Comment