Kolkata High Court-2Lifestyle Others 

কলকাতা হাইকোর্টের ৩ অ্যাডিশনাল জাজ স্থায়ী বিচারপতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ৩ বিচারপতি স্থায়ী হলেন। কলকাতা হাইকোর্টের ৩ অ্যাডিশনাল জাজকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন সুপ্রিমকোর্টের কলেজিয়ামে। সূত্রের খবর, এই ৩ বিচারপতিরা হলেন- বিবেক চৌধুরি, শুভাশিস দাশগুপ্ত ও শুভ্রা ঘোষ। গত বছর অ্যাডিশনাল জাজ নিযুক্ত হয়েছিলেন প্রত্যেকেই। কলেজিয়াম তাঁদের স্থায়ী করার প্রস্তাব অনুমোদন করল। পাশাপাশি হাইকোর্টের আরও ৩ অ্যাডিশনাল জাজ বিশ্বজিৎ বসু, অমৃতা সিনহা এবং জয় সেনগুপ্তকেও স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে কলেজিয়াম। উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি দীপঙ্কর দত্তকে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ও এলাহাবাদ হাইকোর্টে কর্মরত বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে সুপ্রিমকোর্টের কলেজিয়াম। সূত্রের আরও খবর, বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের পরে বিচারপতি দীপঙ্কর দত্তই দ্বিতীয় বাঙালি হিসাবে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বলে জানানো হয়। এক্ষেত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সাল থেকে ৯১ সাল পর্যন্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের পর আরও দ্বিতীয় বাঙালি বিচারপতি মনোজকুমার মুখোপাধ্যায় (১৯৯৩) ও আনন্দময় ভ্ট্টাচার্য (১৯৯৪-৯৫) বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন।

Related posts

Leave a Comment