Kolkata High Court-1Others 

আইনজীবীদের কাছে সাহায্যপ্রার্থী ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইনজীবীদের কাছে সাহায্য চাইল ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট ল-ক্লার্কস অ্যাসোসিয়েশন তার সদস্যদের বর্তমান আর্থিক দূরবস্থার পরিপ্রেক্ষিতে আইনজীবী মহলের সাহায্য প্রার্থনা করেছে। সংগঠনের পদাধিকারীরা জানালেন, তাঁদের প্রায় ১২০০ সদস্যের অধিকাংশই লকডাউনের জেরে রোজগার না থাকার কারণে চরম সঙ্কটের মুখোমুখি। প্রসঙ্গত, সহানুভূতিশীল আইনজীবীরা হাইকোর্ট পাড়ায় অবস্থিত সংগঠনের ইউবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি সাহায্য পাঠাতে পারেন বলে জানানো হয়। ল-ক্লার্করা আইনজীবীদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে থাকেন। আবার প্রতি আইনজীবীরা মামলার জন্য যে অর্থ পান, এই সহকারীরা সেই অর্থের থেকে কমবেশি ১০ শতাংশ পেয়ে থাকেন। এছাড়া প্রতিলিপি তোলা প্রভৃতি বাবদ কিছু মজুরি পান। সব মিলিয়ে ল-ক্লার্করা আর্থিক সঙ্কটে।

Related posts

Leave a Comment