বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন অনিরুদ্ধ রায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল আইনজীবী অনিরুদ্ধ রায়কে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সূত্রের খবর, আগামী ২ বছরের জন্য তাঁকে ওই পদে নিযুক্ত করা হচ্ছে। হাইকোর্ট জানা গিয়েছে, অনিরুদ্ধবাবু হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের সদস্য। তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নিলে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা হবে ৩৯ জন। গত ৩০ এপ্রিল আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি বিবেক চৌধুরি, শুভাশিস দাশগুপ্ত ও শুভ্রা ঘোষকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

