১৫ আগস্ট পর্যন্ত নয়া নির্দেশিকা কলকাতা হাইকোর্টের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৫ আগস্ট পর্যন্ত কলকাতা হাইকোর্ট কীভাবে চলবে, তার নয়া নির্দেশিকা জারি হয়েছে। করোনা আবহে জারি হওয়া ওই নির্দেশিকায় জানানো হয়েছে, বিচার পাওয়ার অধিকার ও অতিমারীর প্রাক্কালে সাবধানতা নেওয়ার ব্যাপারে সামঞ্জস্য রাখার জন্য এই ব্যবস্থা প্রত্যেককে মেনে চলতে হবে। এক্ষেত্রে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য হাইকোর্টকে সাসপেন্ড রাখা যায় না, তেমনি স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত নিয়ন্ত্রিতভাবে বিচার ব্যবস্থাকে চালাতে হবে।
নির্দেশিকা অনুযায়ী আরও জানানো হয়, কেবলমাত্র অত্যন্ত জরুরি মামলা দাখিল করা যাবে। হাইকোর্টের মূল বাড়িতে শুনানি চললেও আইনজীবী, মামলাকারী ও আইনজীবীদের কর্মীদের আদালতে আসা নিয়ন্ত্রণে রাখতে হবে। আবার মামলায় যুক্ত কোনও পক্ষের স-শরীরে হাজিরা থাকলে এবং কোনও আইনজীবীর ইন্টারনেট নির্ভর শুনানি করার ব্যবস্থা না থাকলে আদালতে আসা যাবে। জামিন ও আগাম জামিনের আবেদন শর্তসাপেক্ষে ইন্টারনেট মারফৎ পেশ করা যাবে।
এছাড়া বাকি সব মামলা স-শরীরে মূল বাড়ির একতলায় ফাইল করা যাবে। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে আদালতে প্রবেশ করতে হবে। আদালত সূত্রে আরও খবর, লকডাউনের দিনগুলি ছাড়া অন্যান্য কাজের দিনে প্রধান বিচারপতির বেঞ্চ মামলা নিতে পারে। এছাড়াও দুটি ডিভিশন বেঞ্চ থাকবে ১৬ ও ৮ নম্বর এজলাসে। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। জনস্বার্থ মামলা ছাড়া অন্য বিষয়ের বিচার সেখানে হবে। এছাড়াও থাকবে ৫টি সিঙ্গল বেঞ্চ। ৮, ১১, ১২, ১৬ ও ১৯ নম্বর এজলাসে বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এই বেঞ্চগুলি চলবে।

