বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই কর্মীকে সম্মান প্রদান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই সদস্যকে কুর্নিশ। সূত্রের খবর, দুর্গাপ্রতিমার নিরঞ্জনে এসে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন ৩ জন। জানা গিয়েছে, অত্যন্ত তৎপরতা দেখিয়ে তাঁদের উদ্ধার করেছিলেন কনস্টেবল মহম্মদ সাদ্দাম এবং সিভিক ভলান্টিয়ার অয়ন সর্দার। পুলিশ সূত্রের খবর, সাহসিকতার জন্য ওই দুই কর্মীকে সম্মান প্রদান করেছে লালবাজার। এক্ষেত্রে আরও জানা যায়, সাদ্দাম ও অয়নের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।

