Left Front-1Others 

৬ দফার বাম প্রার্থী তালিকা প্রকাশ- একনজর দেখে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পরবর্তী ৬ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম শিবির। একনজর তা তুলে ধরা হল। তৃতীয় দফা- বাসন্তী- সুভাষ নস্কর (আরএসপি), কুলতলি- রামশঙ্কর হালদার (সিপিএম), রায়দিঘি- কান্তি গঙ্গোপাধ্যায় (সিপিএম), জয়নগর- অপূর্ব প্রামাণিক (সিপিএম), বারুইপুর (পূর্ব)- স্বপন নস্কর (সিপিএম), বারুইপুর (পশ্চিম)- লহেক আলি (সিপিএম), মগরাহাট (পূর্ব)- চন্দন সাহা (সিপিএম), ডায়মন্ড হারবার- প্রতিক উর রহমান (সিপিএম), সাতগাছিয়া- গৌতম পাল (সিপিএম), বিষ্ণুপুর- ঝুমা কয়াল (সিপিএম), উলুবেড়িয়া (দক্ষিণ)- কুতুবউদ্দিন আহমেদ (ফব), বাগনান- বসির আহমেদ (সিপিএম), তারকেশ্বর- সুরজিৎ ঘোষ (সিপিএম), আরামবাগ- শক্তি মোহন মালিক (সিপিএম), গোঘাট- শিবপ্রসাদ মালিক (ফব)।

চতুর্থ দফা- মেখলিগঞ্জ- গোবিন্দ রায় (ফব), মাথাভাঙা- অশোক বর্মন (সিপিএম), কোচবিহার (উত্তর)- নগেন রায় (ফব), কোচবিহার (দক্ষিণ)- অক্ষয় ঠাকুর (ফব), শীতলকুচি- সুধাংশু প্রামাণিক (সিপিএম), দিনহাটা- আবদুর রউফ (ফব), নাটাবাড়ি- আকিক হাসান (সিপিএম), কুমারগ্রাম- কিশোর মিনজ (আরএসপি), ফালাকাটা- ক্ষিতিশচন্দ্র রায় (সিপিএম), মাদারিহাট- সুভাষ লোহার (আরএসপি), সোনারপুর (উত্তর)- মোনালিসা সিনহা (সিপিএম), সোনারপুর (দক্ষিণ)- শুভম বন্দ্যোপাধ্যায় (সিপিআই), কসবা- শতরূপ ঘোষ (সিপিএম), যাদবপুর- সুজন চক্রবর্তী (সিপিএম), টালিগঞ্জ- দেবদূত ঘোষ (সিপিএম), বেহালা (পূর্ব)- শমিতা হর চৌধুরি (সিপিএম), বেহালা (পশ্চিম)- নীহার ভক্ত (সিপিএম), মহেশতলা- প্রভাত চৌধুরি (সিপিএম), মেটিয়াবুরুজ- মহম্মদ জামাল (সিপিএম), বালি- দীপ্সিতা ধর (সিপিএম), হাওড়া (উত্তর)- পবন সিং (সিপিএম), হাওড়া (দক্ষিণ)- সুমিত্র অধিকারী (সিপিএম), শিবপুর- জগন্নাথ ভট্টাচার্য (ফব), সাঁকরাইল- সমীর মালিক (সিপিএম), ডোমজুড়- উত্তম বেরা (সিপিএম), উত্তরপাড়া- রজত বন্দ্যোপাধ্যায় (সিপিএম), সিঙ্গুর- সৃজন ভট্টাচার্য (সিপিএম), চন্দননগর- গৌতম সরকার (সিপিএম), চুঁচুড়া- প্রণব ঘোষ (ফব), বলাগড়- মহামায়া মণ্ডল (সিপিএম), পাণ্ডুয়া- আমজাদ হোসেন (সিপিএম), চণ্ডিতলা- মহম্মদ সেলিম (সিপিএম)।

পঞ্চম দফা- রাজগঞ্জ- রতন রাই (সিপিএম), ডামগ্রাম-ফুলবাড়ি- দিলীপ সিং (সিপিএম), মাল- মনু ওঁরাও (সিপিএম), শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য (সিপিএম), রাণাঘাট (দক্ষিণ)- রমা বিশ্বাস (সিপিএম), চাকদা- নারায়ণ দাশগুপ্ত (সিপিএম), কল্যাণী- সবুজ দাস (সিপিএম), কামারহাটি- সায়নদীপ মিত্র (সিপিএম), দমদম- পলাশ দাস (সিপিএম), নিউটাউন (রা)- সপ্তর্ষী দেব (সিপিএম), গোপালপুর (রা)- শুভজিৎ দাশগুপ্ত (সিপিএম), বারাসত- সঞ্জীব চট্টোপাধ্যায় (ফব), মিনাখাঁ- প্রদ্যোৎ রায় (সিপিএম), হিঙ্গলগঞ্জ- রঞ্জন মণ্ডল (সিপিআই), খণ্ডঘোষ- অসীমা রায় (সিপিএম), বর্ধমান (উত্তর)- চণ্ডীচরণ লেট (সিপিএম), বর্ধমান (দক্ষিণ)- পৃথা তা (সিপিএম), রায়না- বাসুদেব খান (সিপিএম), জামালপুর- সমর হাজরা (মার্কসবাদী ফব), কালনা- নীরব খাঁ (সিপিএম), মেমারী- সনৎ বন্দ্যোপাধ্যায় (সিপিএম)।

ষষ্ঠ দফা- চোপড়া- আনুওয়ারুল হক (সিপিএম), চাকুলিয়া- আলি ইমরান রামজ (ফব), করণাদিঘি- হাফিজুল ইকবাল (ফব), হেমতাবাদ- ভূপেন্দ্রনাথ বর্মণ (সিপিএম), করিমপুর- প্রভাস মজুমদার (সিপিএম), তেহট্ট- সুবোধ বিশ্বাস (সিপিএম), পলাশিপা- এস এম সাদি (সিপিএম), নাকাশিপাড়া- শুক্লা সাহা চক্রবর্তী (সিপিএম), নবদ্বীপ- স্বর্ণেন্দু সিংহ (সিপিএম), কৃষ্ণনগর (দক্ষিণ)- সুমিত বিশ্বাস (সিপিএম), বনগাঁ (দক্ষিণ)- প্রীতি কুমার রায় (সিপিএম), গাইঘাটা- কপিলকৃষ্ণ ঠাকুর (সিপিআই), স্বরূপনগর- বিশ্বজিৎ মণ্ডল (সিপিএম), হাবড়া- রিজি নন্দন বিশ্বাস (সিপিএম), বীজপুর- সুকান্ত রক্ষিত (সিপিএম), নৈহাটি- ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায় (সিপিএম), জগদ্দল- নিমাই সাহা (ফব), বারাকপুর- দেবাশিস ভৌমিক (সিপিএম), খড়দহ- দেবজ্যোতি দাস (সিপিএম), দমদম (উত্তর)- তন্ময় ভট্টাচার্য (সিপিএম), ভাতার- নজরুল হক (সিপিএম), পূর্বস্থলী (উত্তর)- প্রদীপ সাহা (সিপিএম), কেতুগ্রাম- মিজানুর করিম (সিপিএম), মঙ্গলকোট- সাজাহান চৌধুরি (সিপিএম), আউসগ্রাম- চঞ্চল মাজি (সিপিএম), গলসী- নন্দ পণ্ডিত (ফব)।

সপ্তম দফা- কুশমণ্ডি- নর্মদা রায় (আরএসপি), বালুরঘাট- সুচেতা বিশ্বাস (আরএসপি), তপন- রঘু ওঁরাও (আরএসপি), গঙ্গারামপুর- নন্দলাল হাজরা (সিপিএম), হরিরামপুর- রফিকুল ইসলাম (সিপিএম), হবিবপুর- ঠাকুর টুডু (সিপিএম), গাজোল- অরুণ বিশ্বাস (সিপিএম), জঙ্গিপুর- প্রদীপ নন্দী (আরএসপি), ভগবানগোলা- কামাল হোসেন (সিপিএম), নবগ্রাম- কৃপালিনী ঘোষ (সিপিএম), বালিগঞ্জ- ফুয়াদ হালিম (সিপিএম), পাণ্ডবেশ্বর- সুভাষ বাউড়ি (সিপিএম), দুর্গাপুর (পূর্ব)- আভাস রায়চৌধুরি (সিপিএম), রানিগঞ্জ- হেমন্ত প্রভাকর (সিপিএম), জামুরিয়া- ঐশী ঘোষ (সিপিএম), আসানসোল (দক্ষিণ)- প্রশান্ত ঘোষ (সিপিএম)।

অষ্টম দফা- ইংলিশবাজার- কৌশিক মিশ্র (সিপিএম), ডোমকল- মোস্তাফিজুর রহমান (সিপিএম), জলঙ্গি- সাইফুল ইসলাম মোল্লা (সিপিএম), বেলেঘাটা- রাজীব বিশ্বাস (সিপিএম), মানিকতলা- রূপা বাগচি (সিপিএম), কাশীপুর-বেলগাছিয়া- প্রতীপ দাশগুপ্ত (সিপিএম), দুবরাজপুর- বিজয় বাগদি (ফব), বোলপুর- তপন হোড় (আরএসপি), নানুর- শ্যামলী প্রধান (সিপিএম), লাভপুর- সৈয়দ মফিজুর করিম (সিপিএম), সাঁইথিয়া- মৌসুমী কোনাই (সিপিএম), রামপুরহাট- সঞ্জীব বর্মণ (সিপিএম), নলহাটি- দীপক চট্টোপাধ্যায় (ফব)।

খবরটি পড়ে ভাল লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment