Lockdown-1Others 

সংক্রমণ মোকাবিলায় লকডাউন বাড়ছে কয়েকটি রাজ্যে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সংক্রমণের হার কমেছে বলা হচ্ছে। তবে হালকাভাবে নেওয়ার পর্যায়ে আসেনি ভারতের রাজধানী। দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হল এক সপ্তাহ। সরকারিভাবে জানানো হয়েছে, আগামী ১৭ মে, ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন। দিল্লিতে সংক্রমণের হার গত মাসে স্পর্শ করেছিল ৩৫ শতাংশ। এটি দেশের সর্বোচ্চ বলা হয়েছে। সূত্রের খবর, গড়ে ৪০০ জন প্রাণ হারিয়েছেন গত দু-সপ্তাহে।

হাসপাতালে ডাক্তার-সহ রোগীরা মারা গিয়েছেন অক্সিজেনের অভাবে, এমনও খবর। এই পরিস্থিতি খানিকটা থেমেছে। দেহ নিয়ে অসহায় মানুষের লাইন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। তবে আতঙ্ক এখনও রয়েছে। ত্রাসে এখনও কাঁপছে শহর। প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, সংক্রমণের হার কমেছে। তবে এখনই ঢিলে দিলে চলবে না। লকডাউনের মেয়াদ বাড়াতে হবে। এই নিয়ে দিল্লিতে লকডাউন পর্ব চতুর্থ সপ্তাহে পড়ল।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, লকডাউনের মধ্যে আমরা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করেছি। দিল্লিতে প্রধান সমস্যা হল অক্সিজেনের সঙ্কট। কেন্দ্রীয় সাহায্যে পরিস্থিতি এখন কিছুটা ভাল। আগামী ১৭ মে পর্যন্ত দিল্লিতে মেট্রো চলাচল করবে না। সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আগামীকাল থেকে কোনও ব্যাঙ্কোয়েট হল, বিয়েবাড়ি বা হোটেল ভাড়া করে বিয়ের অনুষ্ঠান করা যাবে না। দিল্লিতে বিয়ের অনুষ্ঠান করতে হবে শুধু বাড়ি বা কোর্টে। তাতে উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ ২০ জন মানুষ।

প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, করোনা-কার্ফু জারি করে সংক্রমণের শৃঙ্খল ভাঙার ক্ষেত্রে ফল পাওয়া যাচ্ছে। অ্যাক্টিভ রোগী কমছে। এই পরিস্থিতিতে আগামী ১৭ মে, সকাল ৭টা পর্যন্ত করোনা-কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে হরিয়ানায় ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। বিহার, ওড়িশা, কর্নাটক ও কেরল-সহ বেশ কিছু রাজ্য লকডাউন বা লকডাউন-সুলভ কড়াকড়ি বলবৎ করার ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি আগামীকাল থেকে তামিলনাড়ু, রাজস্থান ও পুদুচেরিতে দু-সপ্তাহের লকডাউন বলবৎ থাকবে। আবার এক সপ্তাহের লকডাউন চলবে মিজোরামে। সিকিমেও বিশেষ ব্যবস্থা থাকবে আগামী ১৬ মে পর্যন্ত। জম্মু-কাশ্মীর সরকার ২০টি জেলায় আরও এক সপ্তাহের জন্য কার্ফু বাড়িয়েছে। শ্রীনগরে উদ্বেগ বেড়েছে সংক্রমণের জেরে। কড়া পদক্ষেপ নিয়েছে ছত্তিশগড়ও। এখানে বিয়ে ও শেষকৃত্যে ১০ জনের বেশি জমায়েত করা যাবে না। ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

Related posts

Leave a Comment