subhendu and bjpOthers Politics 

বিজেপি-র পরিষদীয় বৈঠকে সিদ্ধান্ত- বিরোধী দলনেতা শুভেন্দু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী।এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিজেপি-র বৈঠকে।
বয়সজনিত কারণেই মুকুল রায় বিরোধী দলনেতার দায়িত্ব নিতে আগ্রহী হননি বলে জানা যায়।

কলকাতায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। উল্লেখ করা যায়,নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিজেপির বিধায়ক হন শুভেন্দু। বিরোধী দলনেতা পদের অন্যতম দাবিদার হয়ে ওঠেন তিনি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিরোধী দলনেতা পদে নির্বাচিত হওয়ার জন্য বেশ কিছুটা এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীই ৷ বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার দীর্ঘ দিনের সদস্য থেকেছেন ৷ মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে ৷ বৈঠকে মুকুল রায়ই শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন ৷ তাতে সম্মতি জানিয়েছেন বাকি বিধায়করা ৷

দলীয় সূত্রের খবর,হেস্টিংসে বিজেপি-র নির্বাচনী কার্যালয়ে বিজেপি-র সমস্ত জয়ী বিধায়কদের বিরোধী দলনেতা বেছে নেওয়ার জন্য ডাকা হয়। বৈঠকে রাজ্য নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ ও ভূপেন্দ্র যাদব ৷

এ বিষয়ে আরও জানা যায়,শনিবার দিল্লিতেও বিরোধী দলনেতা বাছাই করা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ৷

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment