Madhyamik Exam-1Education Others 

মাধ্যমিক পরীক্ষার নিয়ম-বিধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাধ্যমিক শুরু হতে চলেছে। তবে কোথাও কোথাও নিয়ম-বিধি নিয়ে জটিলতা কাটেনি। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে-সব নিয়ম সাধারণভাবে প্রযোজ্য হয়ে থাকে, সেগুলি এবার কার্যত একই রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, পরীক্ষার নিয়মাবলিতে পরিবর্তনের ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ এখনও কিছু জানায়নি। তবে করোনা-বিধি ও নির্দেশ মেনে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, করোনা আবহ এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি বলেই নিয়ম-বিধিতে কিছু বদল আনা হয়েছে। এক্ষেত্রে শিক্ষকদের একাংশ জানিয়েছে, করোনাকে ঘিরে নিয়মাবলির কিছু জায়গায় ধোঁয়াশা শীঘ্রই কাটানো উচিত। উল্লেখ করা যায়, গত ২০২০ সালের করোনা আবহের প্রকোপ শুরুর হওয়ার পূর্বেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়। তবে ২০২১ সালে মাধ্যমিক নেওয়া সম্ভব হয়নি। করোনা আবহের পরিস্থিতি অনেকটাই সরিয়ে এবার প্রথম এই পরীক্ষা হতে চলেছে। ১১ লক্ষেরও বেশি পড়ুয়া পরীক্ষা দিতে চলেছে। পরীক্ষা পর্ব কীভাবে পরিচালনা করা সম্ভব হবে, তার নির্দেশিকা স্কুলগুলিতে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। মাধ্যমিক পরীক্ষার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার ই-মেল- madhyamik.parikshya@gmail.com

Related posts

Leave a Comment