MGNREGA Project-1Others 

একশো দিনের কাজ প্রকল্পে বদলের সুপারিশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সংসদীয় স্থায়ী কমিটি ১০০ দিনের কাজের প্রকল্পকে ১৫০ দিনের কাজের প্রকল্প করার সুপারিশ করেছে। এমজিএনআরইজিএ প্রকল্পের প্রসার বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে। উল্লেখ করা যায়, করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে ১০০ দিনের কাজের প্রকল্পই গ্রামীণ এলাকায় ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের ভরসা হয়ে দাঁড়িয়েছিল। এবার গ্রামোন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে জানিয়েছে, কাজের চাহিদা বাড়তে থাকায় এই প্রকল্পে বছরে ১০০ দিনের কাজের গ্যারান্টির বদলে ১৫০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হোক।

এক্ষেত্রে আরও বলা হয়েছে, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হোক মজুরিও। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, করোনা আবহের সময়ে বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের কাজের চাহিদার কথা বিবেচনায় রেখে বছরের গোড়াতেই যথেষ্ট অর্থ বরাদ্দ করা হোক। উল্লেখ্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেটে আগামী অর্থ বছরের জন্য ১০০ দিনের কাজের প্রকল্পে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, গত বছরেও অর্থমন্ত্রী প্রাথমিকভাবে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিলেন। পরবর্তীতে তা বাড়িয়ে ৯৮ হাজার কোটি টাকা করা হয়।

Related posts

Leave a Comment