বালিগঞ্জ থেকে গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে টাকা প্রতারণা চক্রের তিন পান্ডা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভুয়ো আকাউন্ড খুলে লক্ষাধিক টাকা প্রতারণা। গ্রেফতার তিন। গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। উল্লেখ্য, চলতি মাসের গত ৫ তারিখে লেকটাউনের বাসিন্দা অঙ্কুর গার্গ নামে এক ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ করে যে কোনও ব্যক্তি তাকে কল করে বিদেশে থাকা তার এক দূর সম্পর্কের ভাইয়ের পরিচয় দিয়ে।
ফোন করে ৮ লাখ টাকা চায় এরপর লেকটাউনে ওই অভিযোগকারী ব্যক্তি দিতে রাজি না হলে, বিদেশে থাকা দুঃসম্পর্কের ভাইয়ের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে লেকটাউনের ওই ব্যক্তিকে পুনরায় মেসেজ করে ওই প্রতারক চক্র বলে যে তার ভাই বিপদে আছে এই টাকাটা খুব দরকার। এরপর লেকটাউনের বাসিন্দা অঙ্কুর গার্গ তার ভাই বিপদের মধ্যে শুনে ৮ লাখ টাকা ব্যাংক একাউন্টে দিয়ে দেয়। পরবর্তীকালে তিনি ওই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে কোনও ভাবে যোগাযোগ করতে পারেননি।
এরপর প্রতারিতের পক্ষ থেকে লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে গতকাল তিনজনকে বালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনকে আজ বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হয় এবং ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। ধৃত তিনজনের নাম ভবেশ মেহতা, নিলেন নিমাভাত ও দয়াল পঞ্চমীয়া।

