জল্পনার ইতি টানলেন মুুকুল রায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিজেপি-র সৈনিক হিসেবেই লড়াই চালিয়ে যেতে চান মুুকুল রায়। জল্পনার আপাতত ইতি। নিজের অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রাথী। উল্লেখ করা যায়, বিধানসভায় শপথ নিতে এলেও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকে উপস্থিত থাকেননি বর্ষীয়ান এই নেতা। শপথ নেওয়ার পর বিধানসভা থেকে বেরিয়ে যাওয়ার আগে তাঁর মন্তব্য ছিল, “যা বলার সবাইকে ডেকে বলবো।” এরপরই জল্পনা তৈরি হয় বিভিন্ন মহলে। মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ তাঁকে ঘিরে নানা জল্পনা শুরু করেন।
আজই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুকুল রায় তাঁর ট্যুইট বার্তায়। রাজনীতিতে অভিজ্ঞ মুকুল সেখানে লিখেছেন, “বাংলায় গণতন্ত্র ফেরাতে বিজেপি-র সৈনিক হিসেবে আমার লড়াই চলবে ৷ সবাইকে আমার অনুরোধ, এ নিয়ে কোনও জল্পনা বা সাজানো তথ্য ছড়াবেন না ৷ আমি দৃঢ় ভাবেই নিজের রাজনৈতিক পথে অবস্থান করছি ৷” সম্প্রতি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছেন মুকুল রায় ৷ অভিজ্ঞতার নিরিখে বিরোধী দলনেতা হওয়ার জায়গায় রয়েছেন তিনি। বিজেপি-র ফলাফল সন্তোষজনক না হওয়ায় এবং তাঁর মন্তব্য থেকে বিরত থাকার কারণে জল্পনার সূত্রপাত হয়েছিল। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে কি না, সে বিষয়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়। এরপর নিজেই ট্যুইট করে সব জল্পনার অবসান ঘটালেন মুকুল রায় ৷

