newspaperOthers 

দায়িত্ব পালনে অবিচল সংবাদপত্র বিক্রেতারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ সংবাদপত্র বিক্রেতা সমিতি (তৃণমূল) মেছুয়া কেন্দ্রের সংবাদপত্র বিক্রেতাদের হাতে ১২৫টি খাবার প্যাকেট তুলে দিয়েছে। অন্যদিকে সংগঠনের সম্পাদক অজিত সিং সংবাদপত্র বিক্রেতাদের চাল, ডাল, আলু বিলি করেন। প্রেম মিলন সংগঠনের কলকাতা শাখার সম্পাদক চন্দ্রকান্ত শরাফ ও স্থানীয় ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় উপাধ্যায় উপস্থিত ছিলেন। গায়ক উপল সেনগুপ্ত জানিয়েছেন, সংবাদপত্র বিক্রেতা বন্ধুরা লকডাউন পরিস্থিতিতেও দায়িত্ব পালনে অবিচল। তাঁদের দেখে অনেক কিছু শেখার রয়েছে।

Related posts

Leave a Comment