সাময়িক বন্ধ রাজধানীর নীতি আয়োগ ভবন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আপাতত বন্ধ নীতি আয়োগ ভবন। সূত্রের খবর, ৪৮ ঘন্টার জন্য সিল করে দেওয়া হয়েছে রাজধানীর নীতি আয়োগ ভবন। জানা গিয়েছে, ডিরেক্টর পদমর্যাদার এক অফিসার করোনায় আক্রান্ত হওয়ার খবরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, কয়েকদিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন তিনি। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এরপর নীতি আয়োগের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে গোটা ভবন জীবাণুমুক্ত করার জন্য সেটিকে সিল করা হচ্ছে। ওই অফিসারের সংস্পর্শে এসেছেন এমন কর্মীদের ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। ন্যাশনাল মিডিয়া সেন্টারও সিল করে দেওয়া হয়েছে। ২ জন সাংবাদিক ও সংবাদমাধ্যমের একটি গাড়ির চালকের রিপোর্ট পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা করেছে। আবার স্বাস্থ্য মন্ত্রকের সাংবাদিক বৈঠক হয় শাস্ত্রী ভবনে। মহারাষ্ট্র সচিবালয়ও ২ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

