lockdown finalBreaking News 

লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গতকাল করোনাভাইরাসের মোকাবিলায় সারা দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মধ্যরাত থেকেই চালু হয়ে গিয়েছে লকডাউন। জরুরি পরিষেবাগুলিকে লকডাউনের আওতায় রাখা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। একনজরে দেখে নেওয়া যাক:

বন্ধের তালিকা:
(১) অটো ও ক্যাব পরিষেবা, (২) রেল ও গণপরিবহণ, (৩) দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, (৪) কারখানা, (৫) বেসরকারি দফতর, (৬) বিমান পরিষেবা, (৭) শিক্ষা প্রতিষ্ঠান, (৮) ধর্মীয়স্থান, (৯) কেন্দ্র ও রাজ্য সরকারের দফতর, (১০) সরকারি ও বেসরকারি বাস, বিমান, অটো, ট্যাক্সি, ক্যাব, গাড়ি, বাইক, (১১) প্যাসেঞ্জার, লোকাল ও দূরপাল্লার ট্রেন।

ছাড়ের তালিকা:
(১) হাসপাতাল, (২) হিমঘর ও গুদাম, (৩) ব্যাঙ্ক ও বিমার অফিস, (৪) এটিএম, (৫) পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, (৬) এলপিজি গ্যাসের দোকান, (৭) দুধ, সবজির দোকান, (৮) ই-কমার্স সাইটের মাধ্যমে খাবার, ওষুধ ইত্যাদির ডেলিভারি, (৯) বিদ্যুত ও পানীয় জল, (১০) পুরসভা, পুর পরিষেবা, (১১) প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সংবাদমাধ্যম, (১২) বেসরকারি নিরাপত্তারক্ষী পরিষেবা, (১৩) ওষুধের দোকান, (১৪) পশুখাদ্যের দোকান, (১৫) মূলধনী বাজার, (১৬) রেশন দোকান, (১৭) টেলিকম, (১৮) ইন্টারনেট, কেবল পরিষেবা, (১৯) তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গৃহ থেকে কর্ম, (২০) অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, (২১) অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহণ, (২২) অন্তিম সৎকারে থাকতে পারেন সর্বাধিক ২০ জন।

দেখে নিন কেন্দ্রের নির্দেশিকা: https://www.mohfw.gov.in/pdf/Annexure_MHA.pdf

Related posts

Leave a Comment