অনলাইন সুরক্ষায় প্রশিক্ষণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইন সুরক্ষা। প্রশিক্ষণ দেবে ফেসবুক। এ বিষয়ে জানা যায়, কীভাবে অনলাইনে নিজেকে সুরক্ষিত রাখা যায়, ভার্চুয়াল রিয়েলিটি কী ও এই সব বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে প্রয়াস নেওয়া হয়েছে। এক্ষেত্রে ফেসবুক বা মেটার সঙ্গে গাঁটছড়া বেধেছে সিবিএসই। এ প্রসঙ্গে আরও জানা গিয়েছে, প্রথমে শিক্ষকদের ওয়েবিনারের মাধ্যমে প্রশিক্ষণ দেবে ফেসবুক। পরবর্তীতে পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, এই ডিজিটাল যুগে এখন বেশিরভাগ মানুষ নেটিজেন। কীভাবে নেটিজেনরা সুরক্ষিত থাকবেন ও অনলাইন প্ল্যাটফর্মকে সুরক্ষিত রেখে কীভাবে আরও ভালভাবে ব্যবহার করা যায়, সেই সংক্রান্ত বিষয়ে পাঠ দেওয়া হবে। পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদেরও এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

