শৈলোৎক্ষেপ বৃষ্টি আসলে কী ?
শৈলোৎক্ষেপ বৃষ্টি আসলে কী, তা অনেকের অজানা। কেন হয় সেকথা অনেকেই বলতে পারেন না। ভূগোলের পরীক্ষাতে এই প্রশ্নটি কমবেশিএসে থাকে। অনেক চাকরিমুখী পরীক্ষাতে এই প্রশ্নটি আসে। শৈল কথার অর্থ হচ্ছে পর্বত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে বাধাপ্রাপ্ত হলে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটালে তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলা হয়ে থাকে। মৌসুমী বায়ুর অঞ্চলগুলিতে এই ধরণের বৃষ্টিপাত হতে দেখা যায়। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এমন বৃষ্টিপাত হয়। এছাড়া ভারতের আসাম,মেঘালয় ও মায়ানমারের আরাকান পর্বত সমূহে এই বৃষ্টিপাত হয়। (ছবি: সংগৃহীত)

