PolioOthers World 

পশ্চিম আফ্রিকার নাইজারে বাড়ছে পোলিও সংক্রমণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পোলিও টিকাকরণ করোনাজনিত পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছিল। যার জেরে পশ্চিম আফ্রিকার নাইজারে ফের ওই রোগের প্রার্দুভাব শুরু হয়েছে। এমনই তথ্য সামনে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সূত্রের খবর, দুইটি শিশু পোলিও রোগে আক্রান্ত হয়েছে। উচ্চমানের টিকাকরণ চালুর উপায় না-থাকায় আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। নাইজার থেকে গত বছর বিদায় নিয়েছিল পোলিও।

Related posts

Leave a Comment