Rafael Nadal-1Others Sports 

আন্তর্জাতিক টেনিসে হাজারতম জয় রাফায়েল নাদালের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাজারতম জয় হল নাদালের। আন্তর্জাতিক টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ১ হাজার ম্যাচ জয়ী হয়েছেন রাফায়েল নাদাল। প্যারিস মাস্টার্স টেনিসের দ্বিতীয় রাউন্ডে তিনি পরাজিত করেছেন ফেলিসিয়ানো লোপেসকে। এই ম্যাচের ফলাফল ৪-৬, ৭-৬ ও ৬-৪। তবে করোনা আবহে ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয়েছে এই স্পেনীয় তারকাকে। এ প্রসঙ্গে নাদালের বক্তব্য, দর্শক-ভর্তি স্টেডিয়ামে খেলার আনন্দ অনেক বেশি হত। উল্লেখ্য, ইতিপূর্বে ১ হাজার ম্যাচ জয়ের নজির রয়েছে জিমি কোনর্স (১,২৭৪), রজার ফেডেরার (১,২৪২) ও ইভান লেন্ডলের (১,০৬৮)।

Related posts

Leave a Comment