শর্তসাপেক্ষে রাজ্যে বাড়ল বিধি-নিষেধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে আবারও বিধি-নিষেধ জারি থাকছে। এই বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। লোকাল ট্রেন যথারীতি বন্ধই থাকছে। সপ্তাহে সোম থেকে শুক্রবার ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো পরিষেবা সচল থাকবে। কেবলমাত্র এই পরিষেবা বন্ধ থাকছে শনি ও রবিবার। রাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী জানানো হয়েছে, স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।
এছাড়া বন্ধ রাখা হচ্ছে সিনেমা হল, স্পা ও সুইমিংপুল। এবিষয়ে আরও জানা গিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াসূচির বিষয় ভাবনায় রেখে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত জাতীয় রাজ্য, স্তরের প্র্যাকটিসের জন্য বেশ কিছু সুইমিংপুল খোলা রাখা হবে। আবার সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। শেষকৃত্যের অনুষ্ঠানে সর্বাধিক ২০ জন উপস্থিত থাকতে পারবেন।
অন্যদিকে বাজার ও দোকানের ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করছে রাজ্য সরকার। পূর্ব নিয়ম মেনেই বাজার ও দোকান খোলা থাকবে। আবার শপিং মলগুলোর ক্ষেত্রে পূর্ব নির্ধারিত সময়ই অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে ৫০ শতাংশ লোক প্রবেশ করতে পারবে ভিতরে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ থাকবে।

