saina and indiaOthers Sports 

থাইল্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবার করোনা পজিটিভ হলেন সাইনা। এর জেরে ছিটকে গেলেন থাইল্যান্ড ওপেন থেকে। সূত্রের খবর,
ভারতীয় দল এবং অ্যাথলিট ও স্টাফরা সকলেই করোনা পরীক্ষা দিয়েছিলেন ব্যাঙ্ককে পৌঁছনোর পর। সূত্রের খবর, ২২ দলের ২১৬ খেলোয়াড় সহ ৮২৪ জনেরই করোনা নেগেটিভ হয় ৷
সূত্রের খবর, অলিম্পিক ব্রোঞ্জ মেডেল জয়ী ও প্রাক্তন এক নম্বর শাটলার সাইনা নেহওয়াল থাইল্যান্ড ওপেনের ঠিক আগে কোভিড পজিটিভ হলেন ৷ সাইনাকে টুর্নামেন্ট আয়োজকরা হাসপাতালে আইসোলেশনে রেখেছেন ৷ তাঁর প্রথম রাউন্ডের প্রতিপক্ষ কিসোনা সেলভাদুরি ওয়াক ওভার পেয়ে যাচ্ছেন ৷ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ক্যালেন্ডারে এটি প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিল ৷ উল্লেখ্য,করোনা ভাইরাস অতিমারির কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে আন্তর্জাতিক টুর্নামেন্ট ৷

Related posts

Leave a Comment