SBSTC ServiceOthers 

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থাকে সর্বভারতীয় স্বীকৃতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি) লকডাউন আবহে পরিষেবায় বিশেষ অবদান রাখার জন্য সর্বভারতীয় স্কচ পুরস্কারে মনোনয়ন পেয়েছে। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ যাত্রী বহন করতে সক্ষম হয়েছে ওই সংস্থা। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া এবং ভিন রাজ্যে আটকে পড়া পড়ুয়াদের বাসে করে রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা ছিল সংস্থার। পাশাপাশি ট্রেন বন্ধ থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এবং কলকাতায় নিরাপদ পরিবহণের ব্যবস্থাও করেছে এসবিএসটিসি। করোনা পরিস্থিতিতে বিশেষ ভূমিকা ও সু-সংহত পরিবহণ পরিকল্পনার জন্যই এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment