করোনা আবহে শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শীর্ষ ব্যাঙ্কের নির্দেশ। সূত্রের খবর, করোনা পরিস্থিতির মধ্যে সমস্যায় পড়া মানুষ ও সংস্থাগুলির জন্য বেসরকারি ব্যাঙ্কগুলিকে দ্রুত রিজার্ভ ব্যাঙ্কের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস। সূত্রের আরও খবর, বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠকে তাঁদের হিসেবের খাতা মজবুত করারও পরামর্শ দিয়েছেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর।

