Subhash Chandra BoseOthers 

নেতাজির ১২৫-তম জন্মজয়ন্তীর প্রস্তুতি চলছে জোর কদমে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি বছরের নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকীতে আগামী ২৩ জানুয়ারি, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইদিনে নেতাজি স্মরণে পদযাত্রা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত পথ পরিক্রমায় নেতৃত্ব দেবেন তিনি নিজেই। এই পদযাত্রায় থাকবে নেতাজি নিয়ে বিশেষ ট্যাবলো। ভোটের পরিস্থিতি লক্ষ্য করে নেতাজির জন্মদিন পালনকে গেরুয়া শিবির বাড়তি গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে কোনও দ্বিমত নেই রাজনৈতিক মহলে। সারা বছর ধরেই নেতাজির জন্মদিন উদযাপনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে গড়া হয়েছে বিশেষ কমিটিও। সেই কমিটির শীর্ষে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির আবেগ ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২৩ জানুয়ারিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। উল্লেখযোগ্য কর্মসূচিগুলির মধ্যে পদযাত্রা প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। ওইদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ থেকে রেড রোড পর্যন্ত পথ পরিক্রমার পরিকল্পনা রয়েছে রাজ্যের। এছাড়াও সেদিন সারা বাংলায় বাজবে সাইরেন।

সূত্রের খবর, যেহেতু বেলা ১২টা ১৫ মিনিটে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু, সেহেতু ঠিক সেই সময়েই বাজানো হবে সাইরেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী পদযাত্রা নিয়ে স-বিস্তার আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, প্রায় সাড়ে ৫ কিলোমিটার রাস্তায় সামগ্রিক ব্যবস্থাপনা করবে পুরসভা। নেতাজির ছবি সম্বলিত একটি ট্যাবলোও বানাবে পুরসভা। এই প্রসঙ্গে জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রাক্তন কলকাতা পুরসভা সিইও এবং মহানাগরিক থাকায় এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। সেই কারণে দেশনায়কের জন্মদিনে পুর-কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ১ বছর ধরে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment