সুন্দরবনের মেছুয়াদ্বীপে ফের বাঘের হানায় মৃত্যু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের বাঘের হানায় মৃত্যু। স্থানীয় সূত্রের খবর, সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। এক্ষেত্রে জানা গিয়েছে, বিকেলে সুন্দরবনের গভীরে মেছুয়াদ্বীপের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অভয় মণ্ডল (৩৮)। স্থানীয় সূত্রের আরও খবর, তাঁর বাড়ি কুলতলির দেউলবাড়ি পঞ্চায়েতের কাঁটামারিতে। উল্লেখ করা যায়, এই নিয়ে চলতি বছরে বাঘের আক্রমণের মুখে প্রাণ হারিয়েছেন ২০ জন মানুষ। স্ত্রী ও ৪ কন্যা রয়েছে অভয় মণ্ডলের সংসারে।

