শিশুদের চিকিৎসার নির্দেশাবলী রাজ্য স্বাস্থ্য দফতরের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের প্রথম পরিস্থিতিতে শিশুদের আক্রান্তের বিষয়টি সেভাবে ছিল না। এবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি। এই আবহে তা কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রাপ্তবয়স্কদের মতো এবার শিশুদের চিকিৎসার জন্য নির্দেশাবলী প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। উল্লেখ করা যায়, শিশু রোগ বিশেষজ্ঞ- চিকিৎসক অপূর্ব ঘোষের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি তৈরি করে স্বাস্থ্য দফতর।
ওই কমিটির পরামর্শ মতোই স্বাস্থ্য দফতর এই নিয়মাবলি তৈরি করেছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, শিশুরা মৃদু উপসর্গে আক্রান্ত হচ্ছে বা উপসর্গহীন থাকছে। এক্ষেত্রে বলা হয়েছে, যাদের সংক্রমণটি বেশি মাত্রায় হচ্ছে সেই সব শিশুদের মৃদু, মাঝারি, গুরুতর ও সঙ্কটজনক- এই ৪টি ভাগে বিভক্ত করা হয়েছে। এক্ষেত্রে বয়স অনুযায়ী রোগের উপসর্গ ঠিক করা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে সঠিক চিকিৎসা পদ্ধতিও জানানো হয়েছে ওই নিয়মাবলিতে।
এ বিষয়ে বলা হয়েছে, কোন বয়সের শিশুর শ্বাসের গতি মিনিটে কতবার হওয়া উচিত। কখন সেটি বেশি বলে ধরা হবে। কতক্ষণ পর্যন্ত শিশুকে বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে, তারও নিদান দেওয়া হয়েছে। আবার কখন হাসপাতালে ভর্তি করতে হবে, তা-ও স্পষ্ট করে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের নিয়মাবলিতে আরও বলা হয়, করোনা আক্রান্ত কোনও শিশুকে কোন অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া হবে তারও নির্দিষ্ট মাপকাঠি বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্তবয়স্কদের মতো শিশুদেরও করোনা নেগেটিভ রিপোর্ট দরকার নেই বলেও এক্ষেত্রে জানানো হয়।

