বাজিমাত বিজেপির : কংগ্রেসের হাতে তেলেঙ্গানা
৫ রাজ্যের বিধান সভার ফল প্রকাশ। উত্তর বিজেপির। মোদীময়। মরুরাজ্যেও
ফুটল পদ্ম। চব্বিশের সেমিফাইনালে যেন মোদী সুনামি। তাহলে লোকসভার ফাইনালে কি ঘটতে চলেছে, তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক বিশ্লেষকদের। মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্তীসগড়ে বিজেপি। তিন রাজ্যে ক্ষমতা দখলে সাফল্য গেরুয়া শিবিরের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,মোদী মন্ত্রেই এই বিপুল জয় তিন রাজ্যে। কেবল তেলেঙ্গানায় কংগ্রেসের সাফল্য। এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্ব নিয়েই প্রশ্ন দেখা দিল ইন্ডিয়া জোটে।
