Tea Garden-1Others 

চায়ের গুণগত মান ও সুনাম বজায় রাখতে নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মেশানো যাবে না আমদানি করা চা এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, দার্জিলিং, কাঙ্গরা, অসম ও নীলগিরি চায়ের গুণগত মান ও সুনাম বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রক নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, ওই সব চায়ের সঙ্গে আমদানি করা চা মেশানো যাবে না। এক্ষেত্রে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, দেশে কোনও চা আমদানি করা হলে বিক্রির সময়ে প্যাকেটের গায়ে তার উৎসের কথা জানাতে হবে।

তবে সেই চা-কে কোনওভাবেই ভারতীয় বলা যাবে না। উল্লেখ করা যায়, রফতানির জন্য কোনও কোনও চা আমদানি করা হয়। আবার কখনও তা সিটিসি চায়ের সঙ্গে মেশানোও হয়ে থাকে। তবে আমদানিকৃত সেই চায়ের পরিমাণ খুবই কম। এক্ষেত্রে চা শিল্পের সঙ্গে যুক্ত একাংশের অভিযোগ, দার্জিলিং চায়ের মতো ভৌগোলিক স্বীকৃতিযুক্ত চায়ের সঙ্গে আমদানি করা চা বা বিশেষ করে নেপালের চা মেশানোর ফলে তার গুণগত মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। এ বিষয়ে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, দার্জিলিংয়ের চা শিল্প জিআই এলাকার বাইরের কোনও চা পাতা কিনতে পারবে না। দার্জিলিং, কাঙ্গরা, অসম ও নীলগিরি চায়ের সঙ্গে আমদানি করা চা মেশাতে পারবেন না চা-ব্যবসায়ীরা।

Related posts

Leave a Comment