thailand open and sindhuOthers Sports 

থাইল্যান্ড ওপেন সুপার সিরিজে জয়ী সিন্ধুরা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: থাইল্যান্ড জয়ী সিন্ধুরা। সূত্রের খবর, গত সপ্তাহে থাইল্যান্ডে একটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডে ছিটকে যান বিশ্বচ্যাম্পিয়ান পিভি সিন্ধু। তবে থাইল্যান্ড ওপেন সুপার সিরিজে প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন। পিভি সিন্ধু ২১-১৭ ও ২১-১৩ ফলাফলে হারালেন বিশ্বের ১২ নম্বর বুসানানকে। অন্যদিকে পুরুষদের প্রথম রাউন্ডে সহজ জয় পেলেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি ২১-১১ ও ২১-১১ ফলাফলে হারালেন থাইল্যান্ডের সিথিকমকে। সিন্ধু জানিয়েছেন, এবার লক্ষ্য খেতাব জয়ের।

Related posts

Leave a Comment