ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা- চিলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কেঁপে উঠল আর্জেন্টিনা। সূত্রের খবর,ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে কাঁপল আর্জেন্টিনা ও চিলি। এক্ষেত্রে জানা গিয়েছে, আর্জেন্টিনার সান হুয়ান প্রদেশে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৮। চিলির সান্তিয়াগো ও তার কাছাকাছি এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৫। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বড় ধরণের কোনও ক্ষয় – ক্ষতি হয়নি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কম্পনের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটারের মধ্যে। সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানা যায়।

