maskHealth 

করোনার আবহে বাঁচার ঠিকানা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাস্তায় মানুষের ভিড়। চলছে মানুষের আনাগোনা। মনে রাখতে হবে করোনার বিদায় এখনও হয়নি।চাকরি বাঁচানোর জন্য মানুষ রাস্তায়। অর্থনীতির স্বার্থে একটানা লকডাউন চালু রাখা সম্ভব নয়। তাই করোনাকে সঙ্গে বাঁচবেন কি করে, তারই কতকগুলি উপায় তুলে ধরা হল।যেমন: মাস্ক পড়া -সাধারণত নাক, মুখ,এবং চোখ দিয়ে শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে।চিকিসক-বিশেষজ্ঞদের মতে, মাস্ক হয়ে উঠুক জীবনের অঙ্গ।সামাজিক দূরত্ব-সামাজিক দূরত্ব মেনে অবশ্যই চলবেন।যতটা পারবেন ভিড় এড়িয়ে চলুন।অন্তত তিন ফুট দূরত্বে থাকুন।মোবাইল সতর্কতা-মোবাইল থেকে সংক্রমণের আশঙ্খা সবচেয়ে বেশি। তাই বাড়ির বাইরে মোবাইল লাগিয়ে কথা না বলাই শ্রেয়।হেড ফোন বা ব্লুটুথ ব্যবহার করতে পারেন।মাঝে মাঝেই মোবাইল স্যানিটাইজার করুন।হাঁচি কাশি-ট্রোপলেট ছড়িয়ে পড়া ঠেকাতে কনুইয়ের ভিতরের অংশ দিয়ে ঢাকা দেওয়া জরুরি।হাত ধোয়া- হাত ধোয়া মাস্ট। বাইরে থেকে বাড়িতে ফিরলে অন্তত ২০সেকেন্ড হাত ধুয়ে নিন।যখন, তখন, চোখ, নাক ও মুখে হাত দেওয়া চলবে না।নিয়মিত বাড়ি পরিষ্কার -নিয়মিত বাড়ি পরিষ্কার ও পরিছন্ন রাখবেন । আগে জীবন-এ বছর পয়সার পিছনে না ছুটে সাবধানে থাকুন। ভাইরাস আক্রান্ত হওয়া চলবে না। বাকি জীবনটা পরে রয়েছে।কখন ডাক্তার -জ্বর ,সর্দি ,কাশি, ও মাথাব্যাথা হলে অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ নিন। উপসর্গহীন ব্যক্তিরা নিঃশব্দে ভাইরাস ছড়াচ্ছে সাবধান হওয়াটা অত্যন্ত জরুরি।

Related posts

Leave a Comment