আজ থেকে শুরু হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব ও মেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ রবিবার থেকে শুরু হতে চলেছে চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব ও মেলা। প্রতিবছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে এই উৎসব। সূত্রের খবর, গৌড়ীয় মিশনের উদ্যোগে এবং মহানাম সেবক সঙ্ঘ ও গৌড়ীয় সম্প্রদায়ের সহযোগিতায় আগামী ৭ মার্চ পর্যন্ত বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব উদ্যানে চলবে এই মেলার। সূত্রের আরও খবর, প্রতিদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত খোলা থাকবে এই মেলা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকবে আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান।

