Indian ArmyOthers 

টিইএস-৪৪ কোর্সে ৯০ তরুণকে নিচ্ছে ভারতীয় সেনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল এন্ট্রি স্কিম-৪৪ (টিইএস-৪৪) কোর্সে ৯০ জন তরুণকে নিচ্ছে ভারতীয় সেনা। টেকনিক্যাল এন্ট্রি স্কিম – ৪৪ (টিইএস-৪৪) – ২০২১ কোর্স শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। নীচের মতো যোগ্যতার অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন।

শূন্যপদ ৯০টি। ফিজিক্স, কেমিস্ট্র ও ম্যাথমেটিক্স নিয়ে পড়া বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে। তিনটি বিষয়ে অন্তত ৭০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। দ্বাদশ শ্রেণির নম্বরই বিবেচনা করা হবে।

বয়স হতে হবে সাড়ে ১৬ বছর থেকে সাড়ে ১৯ বছরের মধ্যে। কাজেই জন্ম হতে হবে ২-৭-২০০১ থেকে ১-৪-২০০৪ -এর মধ্যে।

মেডিক্যাল স্ট্যান্ডার্ড এবং ডাক্তারি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে। আর্মির অফিসার এন্ট্রির মতোই ডাক্তারি পরীক্ষা হবে।

৪ বছরের কোর্সে সফল হলে তখন সেনায়, পার্মানেন্ট কমিশনে, লেফটেন্যান্ট রাঙ্ক পাবেন। তখন ৫ বছরের ট্রেনিং হবে। প্রথমে ১ বছরের বেসিক মিলিটারি ট্রেনিং হবে গয়ার অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে। এরপর ২টি পর্যায়ে টেকনিক্যাল ট্রেনিং হবে। প্রথম পর্যায়ে ৩ বছরের প্রি কমিশন ট্রেনিং হবে CME Pune বা MCTE Mhow বা MCEME Secunderabad সেন্টারে। দ্বিতীয় পর্যায়ে ১ বছরের পোস্ট কমিশন ট্রেনিং হবে CME Pune বা MCTE Mhow বা MCEME Secunderabad সেন্টারে। সফলভাবে ফাইনাল পরীক্ষা সম্পূর্ণ করলে পাবেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। গয়ার অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি/ ক্যাডেট ট্রেনিং উইং -এ ট্রেনিংয়ের খরচ সপ্তাহে ৮,৭৮৫ টাকা। এই খরচ বহন করবে রাজ্য সরকার। তবে ব্যক্তিগত কারণে প্রার্থীপদ প্রত্যাহার করলে খরচ ফেরত দিতে হবে।

লেফটেন্যান্ট পদ থেকে ব্রিগেডিয়ার বা তার ওপরের পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ আছে। লেফটেন্যান্ট পদের মাইনে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা। ব্রিগেডিয়ার পদের মাইনে ১,৩৯,৬০০ – ২,১৭,৬০০ টাকা। লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পদ পর্যন্ত মিলিটারি সার্ভিস পে মাসে ১৫,৫০০ টাকা। ৩ বছরের ট্রেনিং সম্পূর্ণ হলে তখন জেন্টলমেন ক্যাডেট ট্রেনিংয়ের সময় নির্দিষ্ট স্টাইপেন্ড মাসে ৫৬,১০০ টাকা। এছাড়া আরও অন্যান্য ভাতা।

প্রার্থিবাছাইয়ের জন্য প্রথমে দরখাস্ত বাছাই হবে। এভাবে বাছাই প্রার্থীদের সাইকোলজি, গ্রুপ টেস্ট এবং ইন্টারভিউ হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু এবং কাপুরথালা সিলেকশন সেন্টারে। ২ ধাপে এই বাছাই প্রক্রিয়া হবে। প্রথম ধাপে সফল প্রার্থীরাই দ্বিতীয় ধাপের পরীক্ষায় যেতে পারবেন। এসএসবি ইন্টারভিউ ৫ দিনের। এসএসবি ইন্টরভিউয়ের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদন করবেন অনলাইনে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ৯ সেপ্টেম্বরের মধ্যে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment