করোনার সংক্রমণ কমলে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ দুপুরে বিকাশ ভবনে এসে শিক্ষা দপ্তরের দায়িত্বভার গ্রহন করলেন পশ্চিমবঙ্গ সরকারের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সূত্রের খবর, তিনি করোনা থেকে সুস্থ হবার পর আজ এই দায়িত্বভার গ্রহণ করেন। আজ একটি সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে না। করোনার সংক্রমণ কমলে তারপর পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান, এই দুটি পরীক্ষার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খুব দ্রুত জানানো হবে।

